নিউজ ফ্রন্ট। দিল্লী:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৭, লোক কল্যাণ মার্গে আমন্ত্রণ জানালেন সেই সমস্ত সর্বদলীয় প্রতিনিধিদের, যারা সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ভারত সরকারের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের দৃঢ় অবস্থান তুলে ধরেছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধিরা তাদের আন্তর্জাতিক সফরের অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রী পরে এক্স (X)-এ লেখেন,“বিভিন্ন দেশের সফর করে যারা ভারতের পক্ষে শান্তির বার্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন, তাদের সঙ্গে আজ দেখা করলাম। দেশবাসী গর্বিত তাদের ভূমিকার জন্য।”
এই প্রতিনিধিদলে ছিলেন বিভিন্ন দলের সাংসদ, প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট কূটনীতিকরা। ৭ জন সাংসদের নেতৃত্বে গঠিত এই দলটি বিশেষ করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে আনার কাজ করে।

প্রতিনিধিদলে ছিলেন— কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি, এনসিপি-এসপি-র সুপ্রিয়া সুলে, শিন্ডে শিবসেনার শ্রীকান্ত শিন্ডে।
প্রধানমন্ত্রী সকলকে এই ঐক্যবদ্ধ প্রয়াসের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর আরও জোরালো হয়েছে এই সফরগুলির মাধ্যমে।”