নাগরিকত্ব ও SIR ইস্যুতে উদ্বেগে মতুয়া সমাজ, দিল্লিতে অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক

নিউজ ফ্রন্ট, দিল্লি:-
নাগরিকত্ব (Citizenship) ও বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যু ঘিরে উদ্বেগ বাড়ছে মতুয়া সমাজের মধ্যে। এই প্রেক্ষাপটে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের এক প্রতিনিধি দল ৮ নভেম্বর দিল্লির উদ্দেশে রওনা দেয়। উদ্দেশ্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে সম্প্রদায়ের দুশ্চিন্তা ও দাবি তুলে ধরা।

আজ (০৯ নভেম্বর) দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ওই প্রতিনিধি দল। তারা নাগরিকত্ব ও SIR প্রক্রিয়া নিয়ে মতুয়া সমাজের আশঙ্কা এবং প্রশাসনিক জটিলতার বিষয়টি অধীরবাবুর সামনে স্পষ্টভাবে তুলে ধরেন।

অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, “আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব রাস্তায়, প্রশাসনে, আদালতে কোথাও পিছপা হব না।”

তিনি আরও জানান, এই বিষয়টি শীঘ্রই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং মতুয়া সমাজের উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হবে।

উল্লেখ্য, এর আগে অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি দল বিহারের একমাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজ পুনরায় তারা দিল্লিতে অধীরবাবুর হাতে একটি স্মারকলিপি জমা দেন, যাতে নাগরিকত্ব সংশ্লিষ্ট সমস্যা ও সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় কংগ্রেসের ধারাবাহিক সমর্থনের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *