বরাদ্দের থেকে কম চাল, পরের মাসে স্লিপ কেটে বিতরণের অভিযোগ; ডিলারের আজব সাফাই
মুর্শিদাবাদ, ২৬ জুলাই ২০২৫: মুর্শিদাবাদের জলঙ্গীতে রেশন ডিলারের বিরুদ্ধে বরাদ্দের থেকে কম চাল দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রাহকদের রোষের মুখে পড়েছেন ওই রেশন ডিলার। অভিযোগ, চলতি মাসের বিতরণের জন্য চালের স্লিপ কাটলেও গ্রাহকদের পরের মাসে আসতে বলা হচ্ছে। এই অনিয়মকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
গ্রাহকদের অভিযোগ, তাঁদের প্রাপ্য চালের পরিমাণ কম দেওয়া হচ্ছে। স্লিপ কেটে রাখা হলেও, চাল হাতে পেতে তাঁদেরকে পরের মাসের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। এই দীর্ঘদিনের অনিয়ম দেখে অবশেষে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত রেশন ডিলার আজব সাফাই দিয়ে বলেন, “উপর থেকেই কম আসে, তাই কম দেওয়া হয়।” তাঁর এই যুক্তি গ্রাহকদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।
পরিস্থিতি ক্রমশ উত্তাল হয়ে উঠলে জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।
এই ঘটনা আবারও রেশন ব্যবস্থায় অনিয়ম এবং গ্রাহকদের হয়রানির চিত্র তুলে ধরল। স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।