বাল্যবিবাহ ও স্কুলছুট রুখতে মুর্শিদাবাদে বর্ণাঢ্য পদযাত্রা, পথে নামল প্রশাসন ও পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর | ২৬ নভেম্বর ২০২৫

বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি দূরীকরণ এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক পদযাত্রার সাক্ষী থাকল বহরমপুর। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে স্কুলের কচিকাঁচা পড়ুয়ারা।

এদিন সকাল ১০টা নাগাদ বহরমপুর কালেক্টরেট চত্বর থেকে এই পদযাত্রার সূচনা হয়। পদযাত্রার মূল আকর্ষণ ছিল বিভিন্ন সরকারি দপ্তরের সুসজ্জিত ট্যাবলো, যার মাধ্যমে বাল্যবিবাহ বিরোধী এবং শিক্ষার প্রসারে নানা বার্তা তুলে ধরা হয়। র‍্যালিটি কালেক্টরেট থেকে শুরু হয়ে শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে রবীন্দ্র সদনে এসে শেষ হয়।

এই বর্ণাঢ্য মিছিলে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকবৃন্দ। শুধু প্রশাসনিক কর্তারাই নন, এই মহতী উদ্যোগে শামিল হয়েছিল বিভিন্ন স্কুলের শত শত ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের (NGO) প্রতিনিধিরা। প্ল্যাকার্ড, ব্যানার এবং স্লোগানের মাধ্যমে তাঁরা পথচলতি মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেন।

পদযাত্রাটি রবীন্দ্র সদনে পৌঁছানোর পর সেখানে সকাল ১১টায় একটি বিশেষ কর্মশালা বা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। পদযাত্রা শেষে এই কর্মশালায় যোগ দেবেন মুর্শিদাবাদের মাননীয় জেলাশাসক। এছাড়াও উপস্থিত থাকবেন জেলার সমস্ত অতিরিক্ত জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলায় বাল্যবিবাহের ঘটনা শূন্যে নামিয়ে আনা এবং কোনও শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই ‘অ্যাওয়ারনেস ড্রাইভ’ বা সচেতনতা অভিযান। জেলাশাসকের উপস্থিতিতে কর্মশালায় এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়।

তবে এদিনের সকালের এই সুসজ্জিত পদযাত্রাটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *