ক্লিক-এর নতুন ওয়েব সিরিজ: মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিষাক্ত মানুষ’

নিউজ ফ্রন্ট, বিনোদন ডেস্কঃ ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম আবারও দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন এক মনস্তাত্ত্বিক থ্রিলার ওয়েব সিরিজ— “বিষাক্ত মানুষ” । সিরিজটির মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট, ২০২৫।এক ব্যর্থ ঔপন্যাসিক এবং এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলারের মধ্যে গড়ে ওঠা অদ্ভুত সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই সিরিজ।

‘বিষাক্ত মানুষ’-এর কেন্দ্রীয় চরিত্র অগ্নিভ বসু, একজন লেখক যিনি ব্যক্তিগত ট্রমা ও মানসিক অশান্তিতে ভুগছেন। টানা তিনটি উপন্যাসে ব্যর্থ হওয়ার পর তিনি নতুন অনুপ্রেরণার খোঁজে জীবনকে নতুন করে দেখতে চান। এই অনুসন্ধানেই তার সঙ্গে পরিচয় হয় তৌফিক আসিফের, যিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেক্রোফিলিক সিরিয়াল কিলার। তৌফিকের অন্ধকার জীবনের গল্প কি অগ্নিভকে তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস লেখার প্রেরণা দেবে? নাকি এই সম্পর্ক তাদের দু’জনকেই আরও গভীর এক অন্ধকারে টেনে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সিরিজের পরতে পরতে। গল্পের প্লটে আরও আছে অগ্নিভর প্রকাশক ও সহযোগী রুক্মিণীর সঙ্গে তার সম্পর্ক এবং তৌফিকের জীবনের ভয়াবহ অধ্যায়গুলো।

সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস এবং শুভম। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রূপসা চ্যাটার্জি, অনাংশা বিশ্বাস, সুমনা দাস, যুধাজিৎ সরকার, রানা বসু ঠাকুর, জিনা তরফদার, পলাশ হক এবং বিমল গিরি-কে।

‘সোনম মুভিজ’ প্রযোজিত এই সিরিজটি পরিচালনা ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন সানি রায়। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জীব ব্যানার্জি এবং সান্তনু মুখার্জি। চিত্রগ্রহণে আছেন অনির। এই সিরিজে সঙ্গীত পরিচালনা করেছেন দীপ্তার্ক বোসসানি রায়, আর গানের কথা লিখেছেন নীলাঞ্জন মন্ডলসানি রায়। সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অনঞ্জন ব্যানার্জীসানি রায়। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন দীপ্তার্ক বোস, অনঞ্জন ব্যানার্জী এবং সানি রায়

অভিনয়, গল্প এবং সঙ্গীতের এই সমন্বয়ে তৈরি “বিষাক্ত মানুষ” শুধুমাত্র একটি ওয়েব সিরিজ নয়— বরং মানুষের অন্তর্লোকের অন্ধকারকে অন্বেষণের এক সাহসী প্রচেষ্টা। দর্শকদের মনে তা গভীর ছাপ ফেলবে বলেই মনে করছে নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *