নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদঃ
“স্বচ্ছ শহর, সুন্দর ভবিষ্যৎ” এই বার্তা নিয়েই রবিবার সকাল থেকে প্রাণ ফিরে পেল বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও বহরমপুর পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত “স্বচ্ছ অভিযান”-এর সূচনা হয় এদিন সকালে। জেলার নতুন জেলাশাসক নীতিন সিংহানিয়া (IAS) নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাফাই অভিযানে।
ব্যারাক স্কোয়ার ময়দানকে ঘিরে ছিল এক উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই পৌরসভার কর্মী, এনসিসি, এনএসএসের ছাত্রছাত্রী, সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা হাতে হাত মিলিয়ে নামেন সাফাই অভিযানে। মাঠের চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক, চায়ের কাপ, বোতল এবং আবর্জনা পরিষ্কার করা হয় যৌথ উদ্যোগে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) দীন নারায়ণ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক (ভূমি দপ্তর) পি প্রমোদ, বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়, এবং বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
জেলাশাসক নীতিন সিংহানিয়া মাঠ পরিস্কার শেষে বলেন, “ব্যারাক স্কোয়ার ময়দান শহরের ফুসফুস। এর পরিচ্ছন্নতা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এই অভিযান শুধু একদিনের নয়, ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় চলবে।” তিনি আরও জানান, ময়দানের পরিকাঠামো উন্নয়ন নিয়েও কাজ শুরু হয়েছে হাঁটাচলার পথ থেকে শুরু করে খেলাধুলার মানোন্নয়ন, সব ক্ষেত্রেই প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে।
এদিন সাফাই অভিযানের শুরুতেই জেলা প্রশাসন, পৌরসভার সদস্য ও স্বেচ্ছাসেবীরা একত্রে শপথ নেন “নির্মল মুর্শিদাবাদ, গর্বিত মুর্শিদাবাদ” গড়ে তুলবেন তারা। জানা গেছে, এই “স্বচ্ছ অভিযান” ধারাবাহিকভাবে জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলবে। আগামী ১৬ নভেম্বর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ চত্বরে এই অভিযানের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে।
জেলাশাসক নীতিন সিংহানিয়ার নেতৃত্বে জেলার এই নতুন কর্মপন্থা শুধু পরিচ্ছন্নতা অভিযান নয় এটি প্রশাসনের দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতীক। বহরমপুরের ব্যারাক স্কোয়ার থেকে যে বার্তা উঠল, তা স্পষ্ট “স্বচ্ছ শহরই গড়ে তুলবে সুন্দর ভবিষ্যৎ।”