নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ৩ জুন ২০২৫
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের আইনি জটিলতা। ২০২৫ সালের ২৯ মে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিধি ও ৩০ মে জারি হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাটি দায়ের করেছেন লুবানা পারভিন নামে এক মামলাকারী ।
মামলায় অভিযোগ, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নিয়োগ শুধুমাত্র সেই বছরের রুল অনুযায়ীই হওয়া উচিত, কারণ সুপ্রিম কোর্ট সেই মর্মেই নির্দেশ দিয়েছে। কিন্তু, ২৯ মে প্রকাশিত নতুন রুল ও তার ভিত্তিতে ৩০ মে SSC ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা সম্পূর্ণ অবৈধ এবং নির্দেশ অমান্য করার শামিল বলে দাবি মামলাকারীর।
এছাড়াও মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে—বয়স ছাড়ের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করা হয়নি। ফলে বহু পুরনো প্রার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ।
কলকাতা হাই কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে শুনানির জন্য গ্রহণ করেছে। আগামী ৫ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
এই মামলার রায়ের উপর ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বলেই মনে করছেন শিক্ষামহল। এখন দেখার বিষয়, আদালত কী নির্দেশ দেয় এবং তা রাজ্য সরকারের নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলবে।