CBI-এর বড় সাফল্য: আরব আমিরাত থেকে কুখ্যাত মাদক পাচারকারী মুস্তাফাকে দেশে ফিরিয়ে আনা হল

সাংলি-মহারাষ্ট্রে মেফেড্রোন তৈরির কারখানার মূলচক্রী কুব্বাওয়ালা মুস্তাফা গ্রেপ্তার


 ১১ জুলাই | নিউজ ফ্রন্ট ডেস্ক, নয়াদিল্লি

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এক বড় সাফল্যে কুব্বাওয়ালা মুস্তাফা নামের এক কুখ্যাত মাদক চক্রের মূল অভিযুক্তকে সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে INTERPOL-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে

 অভিযোগ কী?

CBI জানিয়েছে, মুস্তাফা সাংলি (মহারাষ্ট্র)-তে একটি সিন্থেটিক ড্রাগ কারখানা পরিচালনা করছিলেন এবং সেখান থেকে তৈরি হওয়া মেফেড্রোন (একটি পার্টি ড্রাগ) তিনি গুজরাটে সরবরাহ করতেন। এই চক্রের বিরুদ্ধে ১২৬.১৪১ কেজি মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয় যার মূল্য আনুমানিক ২.৫ কোটি টাকা

কীভাবে ধরা পড়লেন?

মুম্বই পুলিশের চার সদস্যের একটি দল ৭ জুলাই দুবাই যায় মুস্তাফাকে ফিরিয়ে আনার জন্য। এর আগেই INTERPOL-এর মাধ্যমে ২৫ নভেম্বর, ২০২৪-এ Red Notice জারি করা হয়েছিল। এরপর ১৯ জুন, ২০২৫-এ আবু ধাবির NCB ভারতীয় কর্তৃপক্ষকে জানায় যে মুস্তাফাকে ফেরানোর জন্য নিরাপত্তা মিশন পাঠাতে হবে।
CBI ও INTERPOL-এর সমন্বিত প্রচেষ্টায় UAE-তে মুস্তাফার অবস্থান শনাক্ত করা হয় এবং সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়। ভারতের পক্ষ থেকে BHARATPOL-এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করা হয়েছে।

মুস্তাফার বিরুদ্ধে ওপেন-ডেটেড গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই জারি ছিল এবং তাঁর নামে চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানিয়েছে CBI।
CBI-এর তরফে জানানো হয়েছে, গত কয়েক বছরে এমন ১০০-র বেশি অভিযুক্তকে আন্তর্জাতিক সহযোগিতায় ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *