নিউজ ফ্রন্ট, ০৩ জুলাইঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এগিয়ে ভারত। সৌজন্যে অধিনায়ক শুভমন গিলের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার এজবাস্টনটেস্ট ম্যাচের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল। ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৬৭ রান ৩ উইকেট হারিয়ে।গিল টেস্ট ক্রিকেটে প্রথমবার ত্রিশতরান করার সুযোগ হারালেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক।তবে একাধিক রেকর্ড করলেন ভারত অধিনায়ক।প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করলেন গিল। সেনা (SENA) দেশে এশিয়ার কোনো দেশের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। সেঞ্চুরিয়ানে ২০১৮ সালে বিরাট কোহলি ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৯৯৭ সালে কেপ টাউনে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন শচীন তেন্ডুলকর। ১৯৯০ সালে ম্যানচেস্টারে ১৭৯ রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯০ অকল্যান্ডে মহম্মদ আজহারউদ্দিন ১৯২ রানে অসাধারণ ইনিংস খেলেন।ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবেও সর্বাধিক রানের মালিক হলেন শুবমন গিল। ২০১৮ সালে বার্মিংহামে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ১৯৬৭ সালে লীডসে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মনসুর আলী খান পতৌদি। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসেবে সুনীল গাভাসকরের ১৯৭৯ সালে করা ২২১ রানের রেকর্ডকেও ভাঙলেন গিল।
ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির করা সর্বাধিক রানের রেকর্ডও ভাঙলেন শুভমন। ২০১৩ সালে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ২২৪ রান করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে সেই রেকর্ডও ব্রেক করলেন গিল।