কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বার্তার পর বিজেপির বিশেষ উদ্যোগ, শতাধিক আবেদন জমা
নিউজ ফ্রন্ট, উত্তর ২৪ পরগণা, ২৫ জুলাই: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বারংবার সিএএ (Citizenship Amendment Act)-তে আবেদন জানানোর বার্তার পর এবার সেই নির্দেশ বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। উত্তর ২৪ পরগণা জেলার বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালির উদ্যোগে কানিয়ারা ২ গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া বাজারে একটি বিশেষ শিবির খোলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারছেন। এই উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
শিবিরের কর্মী বিবেক সরকার জানিয়েছেন, সকাল থেকেই গ্রামের মানুষ এই শিবিরে এসে সিএএ-তে আবেদন করছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই প্রায় শতাধিক গ্রামবাসী নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন, যা এই আইনের প্রতি মানুষের আগ্রহ প্রমাণ করে।
তবে, বিজেপির এই উদ্যোগ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসন্ন ভোটের আগে রাজনৈতিক ফায়দা লুটতেই বিজেপির এই উদ্যোগ। তাদের মতে, এটি কেবল একটি নির্বাচনী কৌশল এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
এই শিবির খোলার ঘটনাকে কেন্দ্র করে বাগদা অঞ্চলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাগরিকত্ব আইনের বাস্তবায়ন এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আগামী দিনে আরও বিতর্ক বাড়বে বলে মনে করা হচ্ছে।