পাঁচটি বিধানসভা আসনে গড়ে ৫৯ শতাংশ ভোটদান
নিউজ ফ্রন্ট, ১৯ জুন— দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটদান বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সর্বত্র উৎসাহব্যঞ্জক ভোটদান দেখা গেছে।
গুজরাতের দুটি আসনে মোটামুটি ভালো ভোটদান হয়েছে। বিসাবাদার আসনে ৫৪ শতাংশের বেশি ভোটদান রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কাদি বিধানসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ৫৪ শতাংশের বেশি ভোট পড়েছে। কেরালার নীলাম্বুর আসনে সর্বোচ্চ ভোটদান হয়েছে। এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানা বিধানসভা আসনে প্রায় ৪৯ শতাংশ ভোটদান হয়েছে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা আসনে বিকেল ৫টা পর্যন্ত ৬৯ শতাংশের বেশি ভোটদান হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাঁচটি আসনেই ভোটদান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব কটি আসনের ভোট গণনা আগামী সোমবার করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল থেকেই ভোট গণনা শুরু হবে এবং ফলাফল একই দিনে ঘোষণা করা হবে।