নিউজ ফ্রন্ট | ১১ জুলাই, ২০২৫
নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে গভীর সমুদ্রে বিপদের মুখে পড়েছিলেন দুই মার্কিন নাগরিক। ‘সি অ্যাঞ্জেল’ নামক একটি আমেরিকান পতাকাবাহী নৌকা বড়সড় বিপর্যয়ে পড়ে যাওয়ার পর, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) একটানা ১৩ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করে। এই ঘটনায় বাহিনীর দক্ষতা ও সংকটে দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা আবারও প্রমাণিত হলো।
কী ঘটেছিল?
নৌযানটি যখন নিকোবর দ্বীপ থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে, তখন প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও সমুদ্রের উত্তাল ঢেউয়ে ‘সি অ্যাঞ্জেল’-এর পাল ছিঁড়ে যায় এবং প্রপেলারে দড়ি জড়িয়ে পড়ে, যার ফলে পুরো নৌকাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এই খবর পৌঁছয় চেন্নাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটের মাধ্যমে, এবং সঙ্গে সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তৎপর হয়।

উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’ কে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়। প্রবল সাগর তরঙ্গে অভিযান শুরু করে ১০ জুলাই সন্ধ্যা ৬:৫০ মিনিটে। নৌকাটির অবস্থা খতিয়ে দেখে উদ্ধারকারী দল নিশ্চিত হয়, পাল সম্পূর্ণ ছিঁড়ে গেছে এবং প্রপেলারে জড়িয়ে পড়েছে দড়ি।
একটানা ১৩ ঘণ্টার দুঃসাহসিক উদ্ধার অভিযানের পর, নৌকাটিতে আটকে থাকা দুই মার্কিন নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরেও মানবতার রক্ষক ও সমুদ্রপথের নির্ভরযোগ্য সহায়ক।