অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিজেপি, বোলপুরে শুভেন্দুর নেতৃত্বে ‘নারী সম্মান যাত্রা’

নিউজ ফ্রন্ট ডেস্ক | বোলপুর, ৯ জুন, ২০২৫:

বোলপুর থানার আইসির পরিবারের প্রতি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ পথে নামল বিজেপি। বোলপুর শহরে আয়োজিত ‘নারী সম্মান যাত্রা’-য় নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলের শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি শিবির।

শোভাযাত্রা শেষে এক প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী সরাসরি অনুব্রত মণ্ডলের শাস্তির দাবি তোলেন। তাঁর কটাক্ষ, “যে ভাষায় তিনি এক পুলিশ অফিসারের পরিবারের মহিলাদের আক্রমণ করেছেন, তা উচ্চারণ করাও লজ্জার। শুনতে কুৎসিত লাগে। একজন জননেতা এই ভাষা ব্যবহার করেন কীভাবে?

তিনি আরও বলেন, “এ রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুগত হলে সব অপরাধ মাফ। অনুব্রত মণ্ডলেরও তাই কিছু হবে না। বরং অনুগত না হওয়ায় শাস্তি দেওয়া হবে বোলপুরের আইসিকে।”

শুভেন্দু অধিকারীর দাবি, “যে রাজ্যে মহিলাদের সম্মান এভাবে লাঞ্ছিত হয়, সেই সরকার আর চলতে পারে না। আসন্ন বিধানসভা নির্বাচনে এই অপশাসনের বদল ঘটাতে হবে। রাজ্যে নারী সম্মান বাঁচাতে হলে সরকার বদল জরুরি।”

এই মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বোলপুরে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশ প্রশাসন তৃণমূল নেতাদের আস্থা রক্ষায় ব্যস্ত, সাধারণ মানুষের নিরাপত্তা বা সম্মানের দিকে তাদের নজর নেই।

প্রসঙ্গত, কিছু দিন আগে সমাজ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয় অনুব্রত মণ্ডলের। যেখানে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় গালি দিতে সোনা যায়। ওই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

তৃণমূলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি স্পষ্ট করে দিয়েছে, নারী সম্মানের প্রশ্নে তারা রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *