নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি:
দীর্ঘদিনের আইনি লড়াই এবং জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে মার্কিন মুলুকে টিকটক নিষিদ্ধ করার যে প্রক্রিয়া চলছিল, তা সম্ভবত কাটতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে এবং সরকারি নিষেধাজ্ঞা এড়াতে বড়সড় পদক্ষেপ নিল টিকটকের চিনা মালিকানাধীন সংস্থা বাইটড্যান্স। সংস্থাটি টিকটকের মার্কিন সম্পদের ৮০ শতাংশেরও বেশি অংশীদারিত্ব মার্কিন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার জন্য একটি চূড়ান্ত ও বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার টিকটকের সিইও সংস্থার কর্মীদের জানিয়েছেন যে, বাইটড্যান্স এবং টিকটক একটি নতুন ব্যবসায়িক সত্তা (Entity) গঠনে সম্মত হয়েছে। এই নতুন মডেলে প্রধান বিনিয়োগকারী হিসেবে যোগ দিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল (Oracle), বিনিয়োগকারী সংস্থা সিলভার লেক (Silver Lake) এবং আবু ধাবি ভিত্তিক সংস্থা এম.জি.এক্স (M.G.X.)।
২০২০ সালের আগস্ট মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। অভিযোগ ছিল, টিকটক ব্যবহারকারীদের তথ্য চিনা সরকারের হাতে চলে যাচ্ছে, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। সেই সময় থেকেই বাইটড্যান্সের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল যাতে তারা মার্কিন ব্যবসার মালিকানা ত্যাগ করে। বর্তমানে প্রায় ১৭ কোটিরও বেশি আমেরিকান নিয়মিত এই অ্যাপটি ব্যবহার করেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি এই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই চুক্তির ফলে টিকটকের নিয়ন্ত্রণ আর পুরোপুরি চিনা সংস্থার হাতে থাকছে না, যা মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের উদ্বেগ প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে। এই মালিকানা হস্তান্তরের ফলে সাধারণ ব্যবহারকারীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং অ্যাপটির আইনি বৈধতা নিশ্চিত হওয়ায় এর ভবিষ্যৎ আরও সুরক্ষিত হলো। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ওরাকলের মতো সংস্থা সার্ভার এবং ডেটা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকলে ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ চার বছরের টানাপোড়েনের পর বাইটড্যান্সের এই ‘ডিভেস্টমেন্ট’ বা মালিকানা ত্যাগের সিদ্ধান্ত বিশ্ব প্রযুক্তির বাজারে একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।