নিউজ ফ্রন্ট | ২৪ জুলাই, ২০২৫
ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন প্রথম একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋষভ পান্ত। বিসিসিআই নিশ্চিত করেছে, তাঁর ডান পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। এই চোট থেকে সেরে উঠতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ম্যাচের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে, নিজের ডান পায়ে বল লাগিয়ে ফেলেন পান্ত। বল সরাসরি তাঁর সামনে পায়ে আঘাত করে এবং মুহূর্তেই ব্যথায় কুঁকড়ে যান তিনি। এরপর মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
বিসিসিআই সোশ্যাল মিডিয়া (X)-এ জানিয়েছে—
“ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ঋষভ পান্ত তাঁর ডান পায়ে চোট পেয়েছেন। তিনি আর উইকেটকিপিং করতে পারবেন না। এই ম্যাচে কিপিংয়ের দায়িত্বে থাকবেন ধ্রুব জুরেল।”

চোট গুরুতর হলেও পান্ত দলের পাশে থাকতে দ্বিতীয় দিনে মাঠে ফিরে আসেন। বোর্ড জানিয়েছে, দলের প্রয়োজনে তিনি ব্যাট করতে পারবেন, তবে ফিল্ডিং বা কিপিং নয়।
এই পরিস্থিতিতে পান্তের পরিবর্তে ধ্রুব জুরেল এই ম্যাচে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। তরুণ এই ক্রিকেটার প্রথমবার গুরুত্বপূর্ণ দায়িত্বে সুযোগ পেয়ে নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেই জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, পান্তের এই চোট তাঁকে পরবর্তী এক-দু’টি সিরিজ থেকেও ছিটকে দিতে পারে। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার এবং উইকেটকিপার হিসেবে তাঁর অবর্তমানে চাপ বাড়তে চলেছে ভারতীয় দলের ওপর।
চোখ থাকবে এখন ধ্রুব জুরেলের পারফরম্যান্সের ওপর এবং পান্তের সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার দিকেও।