২৪ ঘণ্টায় ফের বাংলাদেশি ট্রলার আটক, তিন দিনে ধরা পড়ল ৭৯ মৎস্যজীবী

নিউজ ফ্রন্টঃ

ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আবারও বঙ্গোপসাগর থেকে একটি বাংলাদেশি ট্রলার আটক করেছে। নতুন করে ধরা পড়া এই ট্রলারটির নাম এফবি নূর-ই-মদীনা–২৪। এতে থাকা ২৪ জন মৎস্যজীবীর সকলের বাড়ি কক্সবাজার এলাকায়। গত তিন দিনে এটি তৃতীয় বাংলাদেশি ট্রলার যাকে ভারতীয় জলে ধরা হল। মোট আটক মৎস্যজীবীর সংখ্যা দাঁড়াল ৭৯।

উপকূল রক্ষী বাহিনীর জাহাজ অমৃত কৌর এবং কমলা দেবী ১৫ ও ১৬ নভেম্বর উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে টহল চালানোর সময় বোটগুলোকে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রায় দুই নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরতে দেখে। ভারতের সামুদ্রিক অঞ্চল (বিদেশি জাহাজ দ্বারা মাছ ধরার নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১ অনুযায়ী এই প্রবেশ স্পষ্ট লঙ্ঘন।

বোর্ডিং দলগুলি ট্রলারগুলিতে উঠে তল্লাশি করে। ধরা মাছ, জাল ও অন্যান্য সরঞ্জাম দেখে নিশ্চিত হয় যে তারা নিষিদ্ধ এলাকায় সক্রিয়ভাবে মাছ ধরছিল। কোনো ক্রুর কাছেই ভারতের জলে প্রবেশ বা মাছ ধরার অনুমোদনপত্র পাওয়া যায়নি।

আটক তিনটি ট্রলার এবং ৭৯ জন ক্রুকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফ্র্যাজারগঞ্জে মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ নবভাবে আটক হওয়া ২৪ জনকে কাকদ্বীপ আদালতে তোলা হবে। এর আগে গতকাল আটক ৫৫ জনকে আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

টানা তিন দিন সীমান্ত লঙ্ঘনের ঘটনা উপকূল নিরাপত্তাকে নতুন চাপে ফেলেছে। এসআইআর পরিস্থিতি এবং বাংলাদেশে অস্থিরতার জেরে স্থানীয় মৎস্যজীবীরা বারবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এর পরিপ্রেক্ষিতে ভারত–বাংলাদেশ জলসীমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *