অযোধ্যায় আলোর জয়জয়কার: দীপোৎসবে ২৬ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল অযোধ্যা

অযোধ্যা, ২০ অক্টোবর:
আলোর শহর অযোধ্যা রবিবার রাতে ইতিহাস গড়ল। দীপোৎসব ২০২৫-এর নবম বর্ষে সারা বিশ্বের নজর কেড়ে অযোধ্যা সৃষ্টি করল এক অভূতপূর্ব রেকর্ড  ৫৬টি ঘাট জুড়ে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে স্থাপন করল নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

“City of Light and Devotion” বা “আলো ও ভক্তির নগরী” থিমে এ বছরের দীপোৎসব অনুষ্ঠিত হয়। সারিউ নদীর দুই তীর আলোকময় করে তুলেছিল অগণিত প্রদীপের আলো। সন্ধ্যার পর পুরো শহর এক মায়াবী আভায় ভরে ওঠে, যেন স্বয়ং অযোধ্যার রাজপ্রাসাদ ফিরে এসেছে ত্রেতাযুগে।

রাম কি পৈড়িতে স্থাপিত ৩২ ফুট উঁচু পুষ্পক বিমানের প্রতিকৃতি-তে তুলে ধরা হয়েছিল রামায়ণ-এর বিভিন্ন অধ্যায়অযোধ্যায় রামের প্রত্যাবর্তন থেকে রাজ্যাভিষেক পর্যন্ত। মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ভগবান রাম, সীতা ও হনুমানকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থেকে রেকর্ডটি নিশ্চিত করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন। প্রায় ৩৩,০০০ স্বেচ্ছাসেবক এই মহা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “দীপোৎসব এখন শুধু অযোধ্যার উৎসব নয়, উত্তরপ্রদেশের পরিচয়ের প্রতীক। রামের আদর্শ আমাদের সংস্কৃতির আলোকে চিরকাল আলোকিত করবে।”

অযোধ্যার ঘাট, মন্দির ও প্রাসাদের চারপাশে লাখো মানুষের ভিড় জমে যায়। দেশ-বিদেশের পর্যটকরা সাক্ষী থাকেন এই মহোৎসবের। স্থানীয় ব্যবসা ও পর্যটনেও প্রাণসঞ্চার হয় দীপোৎসবকে ঘিরে। রাম মন্দিরের পটভূমিতে দীপোৎসব ২০২৫ যেন রামের রাজত্বে ফের এক নতুন ভোরের প্রতীক  আলো, আস্থা ও ঐক্যের জয়গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *