নিউজ ফ্রন্ট ডেস্কঃ মুর্শিদাবাদে ফের বেআইনি অনুপ্রবেশের চেষ্টায় তৎপরতা দেখাল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের গৌরীবাগ ব্রিজের কাছে অভিযান চালিয়ে একটিকে সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় আটজন বাংলাদেশি নাগরিক এবং তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় দালাল।
ভারতীয় দালালের নাম জামাল শেখ (৪৪)। ধৃত দালাল মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত কাতলামারি পালপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, তিনি বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে থাকার ব্যবস্থাও করছিলেন।
আট বাংলাদেশির কেউই বৈধ নথি দেখাতে পারেননি, তাঁদের সবার বাড়ি বাংলাদেশের রাজশাহী, খুলনা, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তাঁদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন, অনুপ্রবেশ ও চক্রান্তের ধারায় মামলা রুজু হয়েছে। আজই তাঁদের আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে এই ধরনের অবৈধ প্রবেশ বন্ধে কেন্দ্রীয় বাহিনী ও গোয়েন্দা বিভাগও নজরদারি চালাচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত মাসের ১১ তারিখেও ৪ জন বাংলাদেশি নাগরিক ধরা পড়ে। সেখানেও দেখা গিয়েছিল দালালের বাড়ি ওই রানিনগর থানায়।