নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বেলডাঙায় পুলিশের বড় সাফল্য। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কালীতলা–ফতেপুর রোডে বিএড কলেজের কাছে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কুখ্যাত অস্ত্র কারবারি নৌশাদ মণ্ডলকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি ওয়ান শটার পাইপ গান, ২টি দেশি মাস্কেট এবং ১৪ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত নৌশাদ মণ্ডল (৫০) ডোমকলের দক্ষিণ গরিবপুর এলাকার বাসিন্দা। তিন মাস আগে মাদক আইনের মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর ফের অস্ত্র পাচারের ব্যবসায় জড়িয়ে পড়ে। বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে বেলডাঙার সারগাছি এলাকায় এক কারবারির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। হাত বদলের আগেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার বেলডাঙা থানায় সাংবাদিক বৈঠকে ডি.ওয়াই.এসপি (ক্রাইম) আনন্দ মণ্ডল জানান, ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত। নৌশাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে এবং ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
পুলিশের দাবি, এই গ্রেফতারের ফলে জেলার অবৈধ অস্ত্র পাচার চক্রে বড় ধাক্কা লাগল। রিমান্ডে নিয়ে সারগাছির ওই অস্ত্র কারবারিকে ধরে ২জন কে মুখোমুখি বসিয়ে জেরা করলে আরও তথ্য উঠে আসবে বলেই মন্ব করছে পুলিশ।
যদিও নৌশাদের ভাই বাবুর দাবী জেল থেকে ছাড়া পাবার পরে ও ব্যবসায় মন দিয়েছিল। এখন আর কোনরকম দুষ্কর্মে সে জড়াত না জানিনা পুলিশ কেন ধরেছে। বাবু আরও জানিয়েছে তাঁর ভাই দীর্ঘ দিন জেল খেটে এসে মাত্র ৩মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে।