কলকাতায় আসছেন মেসি , ডিসেম্বরেই শুরু ‘GOAT Tour of India 2025’

নিউজ ফ্রন্ট, ১৬ আগস্ট:
অবশেষে নিশ্চিত হলো আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বহু প্রতীক্ষিত ভারত সফর। ২০২২ সালের বিশ্বকাপ জয়ী এই তারকা ডিসেম্বর মাসে ভারতে আসছেন তিন শহরের সফরে।

ডিসেম্বরের ১২ তারিখ কলকাতা থেকে শুরু হবে তাঁর ভ্রমণ— যার নামকরণ হয়েছে “GOAT Tour of India 2025”। ফুটবল-পাগল কলকাতা হবে এই সফরের প্রথম গন্তব্য। এরপর মেসি যাবেন আহমেদাবাদ, মুম্বই এবং নয়াদিল্লিতে।

প্রসঙ্গত, ২০১১ সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর। সেই সময় তিনি জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে নেমেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে আসতে চলেছেন এই কিংবদন্তি ফুটবলার।

মেসির আসন্ন সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। কলকাতাসহ গোটা দেশ জুড়ে তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সরাসরি দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *