সার শহরে ‘KAP’S CAFE’-র উপর হামলা, আহত কেউ না হলেও আতঙ্ক ছড়াল ভারতীয় সম্প্রদায়ের মধ্যে
নিউজ ফ্রন্টঃ
ভারতীয় জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন রেস্তোরাঁ KAP’S CAFE–তে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কানাডার সার শহরে। রাতের অন্ধকারে পরপর গুলি চললেও সৌভাগ্যক্রমে কেউ আহত হননি। এই হামলার দায় স্বীকার করেছে খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি, এমনটাই দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।
গত বুধবার গভীর রাতে সারে শহরে অবস্থিত KAP’S CAFE-তে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ক্যাফেটি সদ্য উদ্বোধন হয়েছিল এবং প্রবাসী ভারতীয়দের কাছে তা জনপ্রিয় হয়ে উঠছিল।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে ও তদন্ত শুরু করে।স্থানীয় কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেছে। এই দাবিকে ঘিরে কপিল শর্মার ব্যক্তিগত নিরাপত্তা ও ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
ঘটনার পর কানাডার সাংবাদিক ও নাগরিক মহলের একাংশ প্রধানমন্ত্রী মার্ক কার্নি-র কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।এই হামলা প্রসঙ্গে এখনও পর্যন্ত কপিল শর্মা বা তাঁর প্রতিনিধি দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত চলছে। কানাডা প্রশাসনের তরফে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। তবে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে প্রশ্ন উঠছে সরকারের সদিচ্ছা নিয়ে।