নিউজ ডেস্ক | কলকাতা | ১ জুন ২০২৫
আজ, ১ জুন, পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ। কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তিনি।
অমিত শাহ আজ কলকাতার কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান গবেষণাগার (Central Forensic Science Laboratory – CFSL)-এর নতুন ভবনের উদ্বোধন করবেন। আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো সমৃদ্ধ এই ভবন ফরেনসিক তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কেন্দ্র।
CFSL ভবনের উদ্বোধনের পর, অমিত শাহ যোগ দেবেন ভারতীয় জনতা পার্টির (BJP) আয়োজিত ‘বিজয় সংকল্প কর্মী সম্মেলন’-এ। সেখানে তিনি রাজ্যের দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন এবং আসন্ন নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করবেন।

এই সফরের অংশ হিসেবে অমিত শাহ একটি বিশেষ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন, যেখানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল ও কর্মপন্থা নিয়ে আলোচনা হবে।
গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজেপি নেতা-নেত্রীরা উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রিয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে এই শাহি সফরেও ব্রাত্য রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে ইতি মধ্যে শুরু হয়েছে বিতর্ক।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দলীয় সাংগঠনিক কৌশল, সবকিছু নিয়েই আজ নজরে থাকবেন অমিত শাহ। তাঁর এই সফরকে বিজেপির পক্ষে ‘গেম চেঞ্জার’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।