জিতে টুর্নামেন্ট শেষ করলেও অবসর নিয়ে জল্পনাই রাখলেন মাহি

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাট টাইটন্সকে হারিয়ে আইপিএল শেষ করলো গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর বিদায়বেলায় আবেগপ্রবণ মহেন্দ্র সিং ধোনি। রাখলেন পরের মরসুমের ধোঁয়াশা। খেলবেন কিনা জানালেন না। তার কথায়,আমি একই কথা বলব। আমার হাতে ৪-৫ মাস আছে সিদ্ধান্ত নেওয়ার। কোনও তাড়াহুড়ো নেই। প্রতি বছরই শরীরকে ফিট রাখতে পরিশ্রম করতে হয়। এই লেভেলে ক্রিকেট খেলতে গেলে ফিট থাকতে হবে। পারফরম্যান্স দেখে সবাই অবসর নিলে তো ২২ বছরেই অনেকের অবসর নেওয়া হয়ে যেত। দলের জন্য কী অবদান রাখতে পারছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বলছি না আমি অবসর নিয়ে নিয়েছি। আবার এটাও বলছি না আমি পরের বছর আবার খেলব। আমি শুধু বলছি, আমার হাতে সময় আছে’। ধোনি জানান, আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। দীর্ঘদিন পর রাঁচিতে ফিরে নিজের বাইক নিয়ে কিছুটা সময় উপভোগ করবেন এবং তারপর ভাববেন ভবিষ্যৎ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *