পুরুলিয়ায় তরুণের রহস্যমৃত্যু ঘিরে উত্তাল আড়শা, পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ফ্রন্ট, পুরুলিয়া, ২২ জুলাই ২০২৫:
পুরুলিয়ার আড়শায় এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। মোবাইল চুরির অভিযোগে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আড়শা থানার পুলিশের বিরুদ্ধে। মৃত যুবকের নাম বিষ্ণু কুমার, তিনি আড়শার নয়ামোড় এলাকার বাসিন্দা ছিলেন।

গত শনিবার বিষ্ণুর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ মোবাইল চুরির অভিযোগে তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে মারধর করে, যার জেরেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর চারদিন পরেও পরিবারের সদস্যরা দেহ গ্রহণ করেননি। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না নিরপেক্ষ ও যথাযথ তদন্ত হয়, তাঁরা দেহ নেবেন না।

এদিকে, বিষ্ণুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। আড়শা থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরিবারের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আশ্বাস দেন, প্রয়োজন হলে তারা আদালতের দ্বারস্থ হবেন।

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃতের শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

এই ঘটনা ঘিরে পুরুলিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর অভিযোগ ঘিরে ফের একবার পুলিশের নিরপেক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের এক সদস্য বলেন, “আমরা শুধু সত্য চাই। যদি আমাদের ভাই নির্দোষ হন, তাহলে দোষীদের শাস্তি হোক। আমরা ন্যায় ছাড়া দেহ নেব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *