লাদাখে ‘আকাশ প্রাইম’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ভারতীয় সেনাবাহিনী

নয়াদিল্লি, ১৭ জুলাই: ভারতীয় সেনাবাহিনী লাদাখ সেক্টরে ১৫,০০০ ফুটের বেশি উচ্চতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘আকাশ প্রাইম’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এই সাফল্য ভারতের বিমান প্রতিরক্ষা সক্ষমতায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স উইং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালায়। DRDO এই অত্যাধুনিক ব্যবস্থাটি তৈরি করেছে। পরীক্ষার সময়, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত দ্রুত গতিশীল দুটি লক্ষ্যবস্তুকে বিরল বায়ুমণ্ডলে থাকা সত্ত্বেও সরাসরি আঘাত হানে।

‘আকাশ প্রাইম’ ব্যবস্থাটি ভারতীয় সেনাবাহিনীর আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় ও চতুর্থ রেজিমেন্ট গঠন করবে। বিদ্যমান আকাশ ব্যবস্থার তুলনায় ‘আকাশ প্রাইম’ উন্নত নির্ভুলতার জন্য একটি দেশীয় সক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি সিকার (RF seeker) দিয়ে সজ্জিত। উচ্চ উচ্চতায় কম তাপমাত্রার পরিবেশে আরও নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য এতে অন্যান্য উন্নতিও করা হয়েছে। বিদ্যমান আকাশ অস্ত্র ব্যবস্থার একটি পরিবর্তিত গ্রাউন্ড সিস্টেমও এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে।

এই সাফল্যকে ভারতীয় বিমান প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অসাধারণ অর্জনের জন্য ভারতীয় সেনাবাহিনী, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই সাফল্যকে ভারতের বিমান প্রতিরক্ষা সক্ষমতার জন্য একটি উল্লেখযোগ্য উৎসাহ হিসেবে বর্ণনা করেছেন, বিশেষ করে উচ্চ-উচ্চতার অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *