সংসদীয় বৈঠকের পর অসুস্থ খলিলুর রহমান, কোমরে তীব্র যন্ত্রণা নিয়ে ফিরলেন কলকাতায়

নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ২৮ মে ২০২৫

দিল্লিতে গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠকে অংশ নেওয়ার পর হঠাৎই শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ ও রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান।
সূত্রের খবর, সোমবার রাতে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যান তিনি। সেদিন রাত থেকেই তাঁর কোমরে যন্ত্রণা শুরু হয়, যা মঙ্গলবার সংসদ ভবনে বৈঠকের মাঝে আরও তীব্র আকার নেয়।
অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবারই তড়িঘড়ি তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।

বিমানবন্দরে অবতরণের পর তাঁকে হুইলচেয়ারে করে বের করা হয়, ব্যথার তীব্রতার কারণেই।
সেখান থেকে সোজা তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁর কলকাতার বাসভবনে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রাখা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাঁর স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।স্থানীয় নেতৃত্ব, সমর্থক ও সাধারণ মানুষ সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *