নিউজ ফ্রন্ট, ৮ অক্টোবর :
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ঘোষণা করল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের “প্লেয়ার অফ দ্য মান্থ” পুরস্কারের মনোনীতদের নাম। এবারে পুরুষ ও মহিলা বিভাগে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য স্পষ্ট।
পুরুষদের বিভাগে মনোনীত হয়েছেন অভিষেক শর্মা ও কুলদীপ যাদব, অন্যদিকে মহিলা বিভাগে জায়গা পেয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা।
সেপ্টেম্বর মাসে ভারতের তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মা তাঁর ব্যাটিং ও অলরাউন্ড পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন। এশিয়া কাপ ২০২৫-এ অভিষেক শর্মা ছিলেন ভারতের টাইটেল জয়ের অন্যতম কারিগর। টুর্নামেন্ট জুড়ে ৩৬৫ রান ও ৬ উইকেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এবং নতুন বল হাতে নিয়ন্ত্রণ তাঁকে দলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।
অন্যদিকে, কুলদীপ যাদব তাঁর লেগ-স্পিনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে।
তিনি ছিলেন এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (১৭টি উইকেট)। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ঘূর্ণি জাদু ভারতকে একাধিকবার ম্যাচ জিতিয়েছে।
ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানাও সেপ্টেম্বর মাসে দুরন্ত পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে তিনি দুটি ম্যাচে অর্ধশতক ও এক শতরান করেন। তাঁর ব্যাট থেকেই আসে ভারতীয় দলের ধারাবাহিক জয়ের ভিত। তাঁর পাশাপাশি মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস, যিনি মহিলাদের বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। পাকিস্তানের এক ব্যাটারও এই তালিকায় রয়েছেন, যা মহিলাদের ক্রিকেটে উপমহাদেশের উত্থানকে প্রতিফলিত করছে।