নিউজ ফ্রন্ট, কলকাতা: নির্বাচন কমিশনের আচরণের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এবং ভুয়ো ভোটারের অভিযোগে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে রাজি নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অভিষেক বলেন, “বাংলার একজন মানুষের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলে এক লক্ষ মানুষ নির্বাচন কমিশন ঘেরাও করবে।” তিনি এই প্রক্রিয়াকে “সাইলেন্ট ইনভিজিবল রিগিং” আখ্যা দিয়ে দাবি করেন, এটি আসলে নীরব কারচুপি, যার উদ্দেশ্য পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক দুর্বল করা।
ঘটনার সূত্রপাত সোমবার, যখন প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছিলেন ভুয়ো ভোটার ও নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানাতে। অভিযোগ, পুলিশ তাঁদের পথ আটকায়। এই ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে দাবি করেন অভিষেক।
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা অভিযোগে বলেন, “তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতির বলি সাধারণ মানুষ। সেজন্য অনগ্রসর ভুক্ত শ্রেণীর তালিকায় সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি হচ্ছে।”
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা শুধু ভোটার তালিকা নিয়ে তৃণমূলের অবস্থান কঠোর করেছে তাই নয়, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলটির রাজনৈতিক চাপও বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব এখনই স্পষ্ট।