সঙ্গীত জগতে নক্ষত্রপতন: প্রয়াত পদ্ম বিভূষণ পণ্ডিত চন্নুলাল মিশ্র

নয়াদিল্লি, ২ অক্টোবর: ভারতীয় শাস্ত্রীয় সংগীতের আকাশে নেমে এলো গভীর শোকের ছায়া। প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক ও পদ্ম বিভূষণ সম্মানপ্রাপ্ত পণ্ডিত চন্নুলাল মিশ্র বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। প্রায় ১৭-১৮ দিন হাসপাতালেও ভর্তি ছিলেন। অবশেষে উত্তরপ্রদেশের মির্জাপুরে কন্যা নম্রতা মিশ্রর বাসভবনে আজ ভোর সাড়ে ৪টা নাগাদ তাঁর জীবনাবসান হয়। শেষকৃত্য আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বারাণসীতে সম্পন্ন হবে।

পণ্ডিত মিশ্র ছিলেন বনারস ঘরানার উজ্জ্বল প্রতিনিধি। ঠুমরি, দাদরা, চৈতি, কজরির মতো উপশাস্ত্রীয় ধারায় তাঁর গায়ন ছিল অনবদ্য। শাস্ত্রীয় সংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি ভারতীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করেছিলেন। এজন্যই সংগীত জগতে তিনি এক অগ্রদূত হিসেবে পরিচিত।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “শাস্ত্রীয় সংগীতের সুবিখ্যাত গায়ক পণ্ডিত চন্নুলাল মিশ্রজির প্রয়াণে ভারতীয় সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বনারস ঘরানার এই মহান শিল্পী শাস্ত্রীয় গায়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। পদ্ম বিভূষণ-সহ বহু সম্মানে ভূষিত এই সংগীতগুরু সর্বদা স্মরণীয় থাকবেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “শ্রদ্ধেয় পণ্ডিত চন্নুলাল মিশ্রজির মৃত্যুতে আমি ব্যথিত। ভারতীয় শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শাস্ত্রীয় সংগীতকে সহজবোধ্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছেন। আমি তাঁর স্নেহ ও আশীর্বাদ সর্বদা পেয়েছি। ২০১৪ সালে বারাণসী আসনে আমার প্রস্তাবকও ছিলেন তিনি। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি।”

সংগীত জগতের বহু শিল্পী ও ভক্তও তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের মতে, চন্নুলাল মিশ্রর মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীত এক অমূল্য ধন হারাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *