পাঁচ জেলায় যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য
নয়াদিল্লি, ১৪ জুন: মণিপুরে এক বড় ধরনের অভিযানে নিরাপত্তা বাহিনী পাঁচটি উপত্যকা জেলার উপকণ্ঠ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। ১৩-১৪ জুনের রাতে পরিচালিত এই সমন্বিত অভিযানে মোট ৩২৮টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৯,৩০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুর পুলিশ, সেনাবাহিনী, আসাম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ এবং আইটিবিপি-র যৌথ দল ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় একযোগে তল্লাশি অভিযান চালায়।

উদ্ধারকৃত ৩২৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫১টি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর),৬৫টি ইনসাস রাইফেল, ৭৩টি অন্যান্য রাইফেল, ১২টি লাইট মেশিনগান, ৬টি একে-সিরিজ রাইফেল, ৫টি কার্বাইন, ৬টি পিস্তল এবং অন্যান্য যুদ্ধসামগ্রী। এছাড়াও বিভিন্ন ধরনের প্রায় ৯,৩০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আধিকারিকরা এই অভিযানকে সংঘাত-বিধ্বস্ত রাজ্যে সাম্প্রতিক মাসগুলোতে পরিচালিত সবচেয়ে সফল অভিযানগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন।

এই উদ্ধার এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য একটি বড় আঘাত এবং স্বাভাবিক অবস্থা ও জননিরাপত্তা পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।