বহরমপুরের গেস্ট হাউসে মধুচক্রের আসর! পুলিশের ঝটিকা অভিযানে ধৃত ৫, উদ্ধার ৩ যুবতী

নিউজ ফ্রন্ট, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের খাসতালুকে মধুচক্রের হদিস পেল পুলিশ। বৃহস্পতিবার শহরের অন্যতম ব্যস্ত এলাকা কেএন রোডের (KN Road) একটি গেস্ট হাউসে হানা দিয়ে এই চক্রের পর্দাফাঁস করেছে বহরমপুর থানার পুলিশ। অভিযানে ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ৩ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর কেএন রোড এলাকার ওই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল বলে গোপন সূত্রে খবর আসে। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ, মহিলা আধিকারিক এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) প্রতিনিধিদের নিয়ে ওই গেস্ট হাউসে অতর্কিতে হানা দেওয়া হয়। তল্লাশি চালাতেই পুলিশের সামনে বেরিয়ে আসে মধুচক্রের আসল চেহারা।

পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল পাণ্ডা হিসেবে তিনজনকে চিহ্নিত করা হয়েছে বিক্রম দাস, বিভাস দাস এবং স্নিগ্ধময় দে। এদের সঙ্গে ধরা পড়েছে আরও ২ জন।

অভিযান চলাকালীন ওই গেস্ট হাউস থেকে ৩ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন লালবাগের এবং দু’জন বেলডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

এই ঘটনায় বহরমপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, ধৃত বিক্রম, বিভাস ও স্নিগ্ধময় দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই ব্যবসা চালিয়ে আসছিল।

ধৃত ৫ অভিযুক্তকে শুক্রবার বহরমপুর আদালতে পেশ করা হবে। শহরের জনবহুল এলাকায় এই ধরণের কারবার চলায় সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই চক্রের সঙ্গে আর কারোর যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *