পুকুরে উঁকি কুমিরের! রাক্ষসখালিতে স্ত্রী কুমির ও ৪০টি ডিম উদ্ধার

পাথরপ্রতিমা | দক্ষিণ ২৪ পরগণা | নিউজ ফ্রন্ট ডেস্ক |

দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালি এলাকায় দেখা মিলল এক ৯ ফুট লম্বা স্ত্রী কুমিরের! যার জেরে বিরাট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। জানা গেছে হরিহর বেরা নামে এক স্থানীয় বাসিন্দার পুকুর থেকে জল সেচার সময় হঠাৎ কুমিরটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামগঙ্গা রেঞ্জের বন দফতরে।

ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে বনকর্মীরা কুমিরটিকে জাল দিয়ে ধরতে সক্ষম হন। শুধু তাই নয়,সেই সঙ্গে পুকুরপাড়ের ঝোপ থেকে উদ্ধার হয় কুমিরটির ৪০টি ডিম। ডিমগুলোকে পাঠানো হচ্ছে পাথরপ্রতিমার ভাগবতপুর কুমির প্রকল্পে সংরক্ষণের জন্য।

উদ্ধার হওয়া কুমিরের ডিম

স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি কার্জন ক্রীক নদীর পাশের খালের লাগোয়া হওয়ায় সেখান থেকেই কুমিরটি ঢুকে পড়েছে বলে ধারণা। বন দফতরের কর্মীরা কুমিরটির প্রাথমিক চিকিৎসা করে তাকে কলস জঙ্গল সংলগ্ন এলাকায় ছেড়ে দেন।

এমন এক বিস্ময়কর ঘটনায় উৎসুক জনতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে রাক্ষসখালি গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *