রেজিনগরে ৯৯ কেজিরও বেশি গাঁজাসহ বাস আটক, গ্রেফতার কন্ডাক্টর

News Desk | মুর্শিদাবাদ | ২৬ মে ২০২৫

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৬ মে রাত ৪টা নাগাদ বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও রেজিনগর থানার যৌথ বাহিনী।
উত্তরের সাথি” নামে একটি যাত্রীবাহী বাস (নম্বর: WB73 E3965) আটক করা হয় পুরনো চেকপোস্ট এলাকায়।

বাসটি কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছিল।তল্লাশি চালিয়ে দেখা যায়, বাসের ছাদের ওপর তামাকপাতার বস্তার ভিতরে লাল রঙের ১২টি প্লাস্টিকের বস্তায় মোট ৯৯.৭৮ কেজি সন্দেহজনক গাঁজা লুকানো ছিল।

ঘটনাস্থল থেকেই বাসের কন্ডাক্টর, আবদুল আজিম আল আমান কে গ্রেফতার করা হয়। তার বাড়ি কোচবিহারে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে, গাঁজার চালানটি কোচবিহার থেকে কলকাতার এক সহযোগীর কাছে পাঠানো হচ্ছিল

পুলিশের তরফে উদ্ধার হওয়া গাঁজাসহ বাসটিকে আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে রেজিনগর থানায় নির্ধারিত ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিনই ধৃতকে মুর্শিদাবাদ জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়।
পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলে, আদালত সেই আবেদন মঞ্জুর করে

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গাঁজা পাচারের পেছনে বৃহত্তর চক্র রয়েছে কিনা তা জানতেই তদন্ত শুরু হয়েছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *