কলকাতা, ০২ জুলাই: আইনী পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির যুব মোর্চা কসবা অভিযান করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ-র উপস্থিতিতে রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে কসবায় পৌঁছেছে এই বিক্ষোভ মিছিল।
কসবায় প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দোষীদের যথাযথ শাস্তির দাবি জানান। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নারী নিরাপত্তার বিষয়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিজেপি এই আন্দোলন অব্যাহত রাখবে।
শুভেন্দু অধিকারী আরও ঘোষণা করেন যে, আগামী ৯ই আগস্ট আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে সেদিন নবান্ন অভিযান করবে বিজেপি। এছাড়া আগামী ২১শে জুলাই দলের পক্ষ থেকে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় অভিযান করা হবে বলেও জানান তিনি।
আজকের এই প্রতিবাদ মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলকারীরা নারী নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে এই মিছিল পরিচালিত হওয়ায় পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।