উচ্চশিক্ষা দপ্তরের সাত দফা নির্দেশিকা, পুলিশের তদন্ত জারি
কলকাতা, ১ জুলাই: সাউথ ক্যালকাটা ল’ কলেজে গত ২৫ জুন রাতে এক আইন ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার পর সোমবার কলেজে প্রথম গভর্নিং বডি মিটিং অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সভাপতি অশোক দেব এই বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। এর আগে রবিবার উচ্চশিক্ষা দপ্তর অভিযুক্তদের বহিষ্কার সহ সাত দফা নির্দেশিকা জারি করে।
কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কলেজে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। রবিবার এই তালিকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবারও বাকিদের জেরা চলছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, তিন অভিযুক্তের কাছ থেকে একটি ভিডিও রেকর্ডও উদ্ধার করা হয়েছে। এই ভিডিও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে পুলিশ মনে করছে।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সোমবার জানান, “বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সবকিছু খতিয়ে দেখে তদন্তের কাজ চলছে।” তিনি নির্যাতিতার পরিচয় সুরক্ষিত রাখার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। কমিশনার ভার্মা সংবাদমাধ্যমের কাছে বিশেষ আবেদন জানিয়ে বলেন, নির্যাতিতার পরিচয় যাতে কোনোভাবেই প্রকাশ না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
উচ্চশিক্ষা দপ্তরের জারি করা সাত দফা নির্দেশিকায় অভিযুক্তদের বহিষ্কারের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
এই ঘটনা রাজ্যের শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে নির্যাতিতার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।