মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় হিমাচল প্রদেশে

প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত, নদী-নালা উপচে পড়ছে, করসোগ-ধর্মপুরে একাধিক মানুষ নিখোঁজ

শিমলা, জুলাই: হিমাচল প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও মেঘভাঙা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা।

করসোগ এলাকার দুটি স্থানে মেঘভাঙা বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে এবং একটি পরিবারের সাত সদস্য নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভেসে গেছে বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গেছে। ১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জন শিশু ও ৪ জন মহিলা রয়েছেন।

পান্ডোহ বাঁধ থেকে ১ লাখ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে গত রাতে পান্ডোহ বাজারে জল ঢুকে পড়ায় আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।মান্ডি জেলার সিরাজ এলাকার বগস্যাড় সহ পুরো অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিতে অনেক বাড়ি ও গাড়ি জল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। গোহর উপবিভাগের স্যাঞ্জ নালায় নির্মিত একটি বাড়ি আকস্মিক বন্যায় ভেসে গেছে। সেখানে মা ও মেয়েকে উদ্ধার করা গেলেও সাত জন বন্যার জলে ভেসে গেছে।

শিমলায় বিভিন্ন স্থানে ভূমিধস হচ্ছে। বিঠল ও কিংগলের মধ্যে একাধিক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনও পুনরুদ্ধারের কাজ শুরু হয়নি।

প্রবল বৃষ্টিপাত, ভূমিধস এবং অধিকাংশ সড়ক পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে মান্ডি জেলা প্রশাসন ১ জুলাই মান্ডি জেলার সমস্ত স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

হামিরপুর জেলায়ও মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদী-নালা উপচে পড়ায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নদী-নালা থেকে দূরে থাকার আবেদন জানানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *