সাউথ কলকাতা ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় বিজেপির গঠিত চার সদস্যের অনুসন্ধান কমিটি কলকাতায় পৌঁছেছে। কমিটি নির্যাতিতা ছাত্রী ও কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে এবং সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডাকে রিপোর্ট জমা করবে এই টিম।
কলকাতা, ৩০ জুন: কসবা গন ধর্ষণ কাণ্ডে উত্তাল বাংলা। আর এর মাঝেই সাউথ কলকাতা ল’ কলেজে সংঘটিত গণধর্ষণের ঘটনার তদন্তে বিজেপির গঠিত চার সদস্যের অনুসন্ধান কমিটি আজ কলকাতায় এসে পৌঁছেছে। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
এই প্রতিনিধি দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৎপাল সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা।
দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন এবং সেখান থেকে তাঁরা কসবার উদ্দেশে রওনা হবেন। সেখানে তাঁরা নির্যাতিতা ছাত্রী ও কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। অনুসন্ধান কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে সর্বভারতীয় সভাপতিকে রিপোর্ট জমা দেবে।

লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যমকে বলেছেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কসবার ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ স্পষ্ট এবং এই সরকারের আমলে রাজ্যে নারীরা সুরক্ষিত নন।”
তিনি প্রশ্ন তোলেন, “তৃণমূল যদি হাথরাসে যেতে পারে, পেহেলগাঁওয়ে যেতে পারে, তাহলে আমরা কেন বাংলায় আসতে পারব না?” বিপ্লব দেব অভিযোগ করেছেন যে কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব এবং ডিজিপির সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও তাঁরা সময় দেননি। এমনকি কলেজে যাওয়ারও অনুমতি মেলেনি।শ্রী দেব আরও জানান, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছেন।”