শিলিগুড়ি, ২০ মেঃ ‘টেকনো ইন্ডিয়া’ গোষ্ঠীর নতুন প্রতিষ্ঠানের পথ চলা শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সোমবার সন্ধ্যায় শিলিগুড়িতে উত্তরবঙ্গ শিল্প সম্মেলন থেকে ভার্চুয়ালি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেয়েদের জন্য তৈরি এই স্কুলটি গড়ে উঠেছে শিলিগুড়ির সিটি সেন্টারের কাছেই হিমাচল বিহারে। পড়াশোনার মানের জন্য ইতিমধ্যে নজর কাড়ছে বিশাল এলাকা জুড়ে তৈরি উন্নত পরিকাঠামো-সমৃদ্ধ আন্তর্জাতিক মানের এই স্কুলটি। যা উত্তরবঙ্গ এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের প্রতিটি মেয়ে শিশুর জন্য বিশ্বমানের শিক্ষার সূচনা করল।
নারীশিক্ষায় অবদানের জন্য টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ‘টেকনো ইন্ডিয়া’ কর্তার সামাজিক অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “এই অঞ্চলে মেয়ে শিশুর শিক্ষায় অবদান রাখার জন্য আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং বিশেষ করে সত্যম রায়চৌধুরীকে অভিনন্দন জানাই। তিনি অনেক স্কুল এবং হাসপাতাল তৈরি করেছেন। আজ ওয়ার্ল্ড স্কুল উজ্জ্বল তালিকায় যোগ দিল। আমি তাঁকে অন্যান্য স্কুলের মতো দক্ষতার সাথে এই স্কুলটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি।”
স্কুল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “এই স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে। এখানে হোস্টেলের সুবিধাও রয়েছে। সত্যম (রায়চৌধুরী) এই অঞ্চলের জন্য কিছু করতে চান। তিনি উত্তরবঙ্গে ১৫টি ক্যাম্পাস খুলেছেন।” পাশাপাশি ‘টেকনো ইন্ডিয়া’ গোষ্ঠীকে ফ্যাশন নিয়ে পড়াশোনার জন্য একটি কোর্স চালু করার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, উত্তরবঙ্গের ছেলেমেয়েরা খুব স্মার্ট। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কথা উল্লেখ করে তিনি বুঝিয়ে দেন গোটা উত্তরবঙ্গের তরুণসমাজের মধ্যে এই নিয়ে আগ্রহ রয়েছে। এর মাধ্যমে কর্মসংস্থানও তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।
ওয়ার্ল্ড স্কুল সম্পর্কে বলতে গিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ওম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী বলেন, “প্রায় ২৬ বছর আগে ১৯৯৯ সালে আমি শিলিগুড়িতে আমার কাজ শুরু করি। আমি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি শুরু করি, যা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পরে শিলিগুড়িতে দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। আমি উত্তরবঙ্গ জেলা ভিত্তিক কাজ করেছি। আজ আমরা এই ওয়ার্ল্ড স্কুল দিয়ে একটি নতুন অধ্যায় শুরু করছি।”

তিনি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সমর্থন এবং ক্রমাগত উৎসাহের জন্য ধন্যবাদ জানান। বলেন, “আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি দুর্দান্ত কাজ করেছেন। সেটি হল উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, যার নাম ‘স্কিল নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি’। তিনি একজন দূরদর্শী এবং চিন্তাবিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নামকরণে ফ্যাশন যুক্ত করেছেন। এটি সমগ্র পূর্ব এবং উত্তর-পূর্বে ফ্যাশনকে একটি অধ্যয়ন এবং শিল্প হিসাবে বিকাশে সহায়তা করবে। যারা এই ক্ষেত্রে কাজ করেন তারা এখানে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। আমরা কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির শালবাড়িতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ শুরু করব।”
আবাসিক কাম ক্লাস স্কুল, এই ওয়ার্ল্ড স্কুলটি শুধুমাত্র মেয়েদের জন্য এক ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। যারা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বিদেশে পাঠাতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই স্কুলটি। স্কুলে ভর্তির সংখ্যা দ্রুত বাড়ছে এবং ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।