আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজ্যজুড়ে সচেতনতা কর্মসূচি, মুর্শিদাবাদে কোটি টাকার হেরোইন উদ্ধার

আজ ২৬শে জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে। এই উপলক্ষে বিভিন্ন জেলায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে এবং চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ফ্রন্ট, ২৬ জুন –

আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৮৭ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২৬শে জুনকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠন করা ।

জলপাইগুড়িতে সচেতনতা কর্মসূচি

এদিন জলপাইগুড়িতে পুরসভার উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুস্থানে  বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শমা পারভিন, পুলিশ সুপার উমেশ খান বাহালে প্রমুখ। এই সচেতেনতা কর্মসূচীতে মাদকের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

খড়গপুরে পুনর্বাসন শিবির

খড়গপুর শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে মাদকাসক্তদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

মুর্শিদাবাদে বড় সাফল্য

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের প্রাক্কালে মুর্শিদাবাদ জেলা পুলিশ বড় সাফল্য পেয়েছে। লালগোলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

পৃথক তিনটি অভিযানে এক মহিলা ও তিন পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উর্মিলা মন্ডল এবং রাকিব শেখ নামের দুই কারবারির বাড়িতে গত রাতে ও আজ ভোরে পুলিশ অভিযান চালায়। তাদের বাড়ি থেকে প্রায় ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা এলাকাতেই বিক্রির জন্য হেরোইন মজুত করেছিল। আজ তাদের আদালতে তোলা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে মানিকচক তিনমাথা মোড় থেকে ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৫১৭ গ্রাম হেরোইন সহ আরও দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করে পুলিশ। হেরোইন ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটরবাইক এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার ।  

জেলাজুড়ে সচেতনতা কর্মসূচি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক র‍্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে – “মাদককে না বলুন – আসুন সবাই মিলে গড়ে তুলি একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ।”

One thought on “আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজ্যজুড়ে সচেতনতা কর্মসূচি, মুর্শিদাবাদে কোটি টাকার হেরোইন উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *