এসসিও সম্মেলনে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে দুমুখো নীতির কড়া সমালোচনা রাজনাথ সিংহের

চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারতের আত্মরক্ষার অধিকারের কথা তুলে ধরেন তিনি।

নিউজ ফ্রন্ট, ২৬ জুন—

বৃহস্পতিবার চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি  পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে দুমুখো নীতির কড়া সমালোচনা করেছেন। রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ ব্যবহারের জন্য পাকিস্তানকে কটাক্ষ করেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’  নীতি পুনর্ব্যক্ত করে রাজনাথ সিংহ বলেন, “সন্ত্রাসবাদের যেকোনো কার্যকলাপ অপরাধমূলক এবং সেটা কোনোভাবেই  গ্রহণযোগ্য নয়, তা যে উদ্দেশ্যেই হোক না কেন, যখনই, যেখানেই এবং যে কেউ করুক না কেন।”

পাকিস্তানের নাম উল্লেখ না করেই প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রাষ্ট্রগুলোর নিন্দায় এসসিও দেশগুলোকে একজোট হতে হবে।

বর্তমানে দেশগুলো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি তা হলো শান্তি, নিরাপত্তা এবং বিশ্বাসের ঘাটতি সংক্রান্ত বলে উল্লেখ করেন রাজনাথ সিংহ। এই সমস্যাগুলোর মূল কারণও ব্যাখ্যা করেন তিনি।

গত ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত জঘন্য সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেন তিনি, যাতে ২৬ জন সাধারন পর্যটক নিহত হয়েছিল। এর পরে জবাবে  পরিচালিত ‘অপারেশন সিন্দুর’কে ভারতের “আত্মরক্ষার অধিকার” হিসেবে অভিহিত করেন প্রতিরক্ষা মন্ত্রী।

সন্ত্রাসবাদের কার্যকলাপ অপরাধমূলক এবং তাদের প্রেরণা নির্বিশেষে অন্যায্য বলে উল্লেখ করে তিনি এসসিও সদস্য দেশগুলোর কাছে দ্ব্যর্থহীন নিন্দার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *