কালিগঞ্জে তৃণমূলের ঝড়! প্রয়াত পিতার রেকর্ড ভেঙে ৫০ হাজারের বিজয়রথে আলিফা

নিউজ ফ্রন্ট, নদীয়া, ২৩ জুলাই: নদীয়ার কালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ ৫০ হাজার ৪৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এই জয়ের মার্জিন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।

তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে মোট ৫৫.১৫ শতাংশ ভোট পেয়েছে। বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে ২৮.২৯ শতাংশ ভোট নিয়ে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ১৫.২১ শতাংশ ভোট। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ ৪৬ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার তাঁর কন্যার জয়ের ব্যবধান আরও বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

উপনির্বাচনে সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (পূর্বতন টুইটার) বার্তায় তিনি লিখেছেন, “এলাকার সব ধর্ম-বর্ণ-জাতি ও সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন।”

“এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ,” বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “কালিগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রাণপাত পরিশ্রম করেছেন। তাদের অভিনন্দন।”

বিজয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দাবি করেছেন, “বিজেপি মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করেও সফল হয়নি।” তিনি আরও বলেন, ভোটের দিন প্রাকৃতিক দুর্যোগ না হলে তাঁর জয়ের ব্যবধান আরও বাড়ত।

পরাজিত বিজেপি প্রার্থী আশিস ঘোষ হার স্বীকার করে নিয়ে বলেছেন, “আমরা অনেকটাই কম ভোট পেয়েছি। তবে উপনির্বাচনে এটাই স্বাভাবিক।” তিনি অভিযোগ করেন, শাসকের ভীতি প্রদর্শনের জন্য অনেকে ভোট দিতে পারেননি।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল নিয়ে বড় দাবি করেছেন। তিনি বলেন, “এই ফলাফলে প্রমাণ হচ্ছে— রাজ্যে হিন্দু সমাজ এখন ঐক্যবদ্ধ।”

কালিগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী অবস্থানকেই পুনরায় প্রতিষ্ঠিত করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *