দামেস্ক, ২৩ জুন: সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় প্রার্থনা সভার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে ২০ জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন ১৩ জন । রোববার দ্বেল’আ এলাকার মার ইলিয়াস গির্জার ভেতরে এই ভয়াবহ ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই আত্মঘাতী হামলাটি আইএসআইএস(ISIS) সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত একজন হামলাকারী পরিচালনা করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলাকারী প্রথমে গির্জায় প্রবেশ করে, তারপর ভিড়ের উপর নির্বিচারে গুলি চালায় এবং পরবর্তীতে বিস্ফোরক জ্যাকেট দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। সরকারি মিডিয়া এই ঘটনাটিকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।
তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল নিরাপত্তা বাহিনী। তদন্ত শুরু করেছে।