মুর্শিদাবাদে ট্রেকার-ডাম্পার সংঘর্ষে মৃত ৫, আহত ১৮

সংক্ষিপ্ত বিবরণ

মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে দাঁড়িয়ে থাকা ডাম্পারে পুণ্যার্থী বোঝাই একটি ট্রেকারের ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন।

বিস্তারিত সংবাদ

নিউজ ফ্রন্ট, বহরমপুর, ২২ জুন:

মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার পুণ্যার্থীরা একটি ট্রেকারে করে বীরভূমের আমোদপুরে পুণ্যস্নান করতে গিয়েছিলেন। আজ ভোরে বাড়ি ফেরার সময় কান্দি-বহরমপুর রাজ্য সড়কের ওপর গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ট্রেকারেটি সজোরে ধাক্কা মারে।ট্রেকারের চালক সম্ভবত ডাম্পারটি দেখতে পাননি বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ঘটনা স্থলেই মৃত্যু হয় চালক সহ ৫ জনের।

পুলিশ সূত্রে নিশ্চিত মৃতদের তালিকা:

১. বঞ্জনা সরকার
২. সম্ভু সরকার (৪০ বছর) – ট্রেকারের চালক
৩. বিনু রানী সরকার
৪. চম্পা সরকার

আর একজন মহিলার পরিচয় এখনো জানা যায় নি। মৃত বাক্তিরা  সকলেই  হরিহরপাড়ার বিশারদগঞ্জ গ্রামের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মোট ১৮ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ির মাধ্যমে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো হয়।

এই দুর্ঘটনার খবরে হরিহরপাড়া এলাকায় শোকের ছায়া নেমেছে। বিশারদগঞ্জ গ্রামে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবারের সদস্যরা হাহাকার করে কাঁদছেন।

ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছুটে আসেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। IANS-এর প্রতিনিধির কাছে তিনি বলেন, “ঘটনাটা খুবই দুঃখজনক। ৪ জন মানুষের মৃত্যু শুনেছি আর ১৮ জন এখানে চিকিৎসা চলছে। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি এত মারাত্মক ক্ষতি হয়ে গেলো। যারা মারা গিয়েছে তাদের বিষয়ে তো আর কিছু বলার নেই, এখন যারা আহত তাদের চিকিৎসা যেনো ভালো হয় সেই ব্যবস্থা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *