অপারেশন সিন্ধুর আওতায় প্রতিবেশী দেশের নাগরিকদেরও দেশে ফেরাবে ভারত; শ্রীলঙ্কা জানাল কৃতজ্ঞতা
নয়াদিল্লি, ২২ জুন: ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সংকটে পড়া প্রতিবেশী দেশগুলির পাশে আবারও হাত বাড়িয়েছে ভারত। ‘অপারেশন সিন্ধু’র অধীনে শুধু ভারতীয় নাগরিকদের নয়, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে নিরাপদে দেশে ফেরাতে সাহায্য করবে ভারত।
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নেপাল ও শ্রীলঙ্কা সরকারের আনুষ্ঠানিক অনুরোধে এই মানবিক পদক্ষেপ নিয়েছে ভারত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এখন ভারতীয় নাগরিকদের পাশাপাশি এই দুই প্রতিবেশী দেশের নাগরিকদেরও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করবে।

অপারেশন সিন্ধুর আওতায় ভারতীয় নাগরিকদের সঙ্গে শ্রীলঙ্কার নাগরিকদের ইরান থেকে সরিয়ে আনতে সময়োচিত সহায়তার জন্য শ্রীলঙ্কা ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, “এই সংহতির কাজটি শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বের উদাহরণ এবং শ্রীলঙ্কার জনগণ এর গভীরভাবে প্রশংসা করছে।”
যোগাযোগের আহ্বান
ইরানে অবস্থানরত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এজন্য দূতাবাস টেলিগ্রাম লিঙ্ক এবং জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে।
ভারতীয় দূতাবাস যোগাযোগের জন্য নিম্নলিখিত নম্বরগুলি জানিয়েছে: +98 9010144557 , +98 9128109115,
+98 9128109109

এর আগেও বিভিন্ন সংকটকালে ভারত তার প্রতিবেশী দেশগুলির পাশে দাঁড়িয়েছে। কোভিড মহামারি, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত সবসময়ই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ইউক্রেন- রাশিয়া যুদ্ধের সময়েও ভারত প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।
অপারেশন সিন্ধুর মাধ্যমে ইতিমধ্যে শতাধিক ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। এখন এই অভিযানের পরিধি বাড়িয়ে প্রতিবেশী দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা ‘নেবারহুড ফার্স্ট’ নীতির আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী আরও বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে।