সুন্দরবন সংরক্ষণের বার্তা নিয়ে ১১ ঘণ্টার কঠিন সংগ্রাম
নিউজ ফ্রন্ট, ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা: অদম্য জেদ আর মানসিক দৃঢ়তার এক অনন্য নজির স্থাপন করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রামের বাসিন্দা রবিন বলদে। বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জলের সঙ্গে লড়াই করে এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেছেন রবিন। ইংলিশ চ্যানেলের বিশাল ঢেউ, তীব্র ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছেন এই দুঃসাহসী সাঁতারু।
রবিনের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছে গোটা জেলা। বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা।
পরিবেশ সচেতনতার বার্তা
শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যই নয়, রবিন বলদে তাঁর এই অভিযানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমের মধ্য দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি বিশ্ববাসীর কাছে। সুন্দরবনের পাশের গ্রাম থেকে উঠে আসা এই সাঁতারুর সাফল্য শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন রবিন।
দক্ষিণ ২৪ পরগনার এই কৃতী সন্তানের সাফল্য নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।