নিউজ ফ্রন্ট মুর্শিদাবাদঃ সমাজ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল সাহেবনগর গ্রাম পঞ্চায়েত। গত ২১ ও ২২ মে—এই দুই দিনে একের পর এক জনমুখী কর্মসূচি অনুষ্ঠিত হলো সাহেবনগর ও তার সংলগ্ন এলাকায়।
২১ মে, সড়ক নিরাপত্তা নিয়ে একটি র্যালি আয়োজিত হয় সাগরপাড়া হাইস্কুল থেকে দেবীপুর মোড় পর্যন্ত। র্যালিতে অংশ নেন স্কুল পড়ুয়া, স্থানীয় গাড়ি চালক, এনসিসি ক্যাডেট এবং একতা বন্ধন এনজিও-র সদস্যরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন এসপি (ট্র্যাফিক), ডিএসপি (ট্র্যাফিক), ও ডোমকল এসডিপিও।
র্যালির পর সন্ধ্যাবেলায় সাগরপাড়া থানার ওসি স্থানীয় বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করেন, যাতে খেলাধুলার মাধ্যমে যুব সমাজে দলগত চেতনা ও ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।

এর পরের দিন ২২ মে, সাহেবনগরে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা, যেখানে আলোচনার মূল বিষয় ছিল বাল্যবিবাহ, মানব পাচার ও সাইবার অপরাধ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BAPU সংস্থার প্রতিনিধি, এলএসআই কাকলি মিশ্র (AHTU), সাইবার ক্রাইম থানার এসআই জয়দীপ রায় এবং ডোমকল সার্কেলের সিআই। বক্তারা বর্তমান সমাজে এই অপরাধগুলির প্রকৃতি, এর প্রতিকার এবং প্রতিরোধে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করে তোলা এবং সামাজিক সমস্যাগুলি রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহেবনগর পঞ্চায়েতের এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের এই ধারাবাহিক কর্মসূচি নিঃসন্দেহে সমাজে সচেতনতা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
