জেলেনস্কির সাথে বৈঠকে রাজি, তবে কেবল ‘চূড়ান্ত পর্যায়ে’
নয়াদিল্লি, ১৯ জুন— রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানিয়েছেন যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত, তবে কেবলমাত্র চলমান সংঘাত নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার “চূড়ান্ত পর্যায়ে”।
বুধবার আন্তর্জাতিক সম্পাদকদের সাথে একটি গোলটেবিল আলোচনায় পুতিন পুনর্ব্যক্ত করেছেন যে রাশিয়া শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের যুদ্ধ “যত দ্রুত সম্ভব” শেষ করতে চায়। তবে তিনি ইউক্রেনের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুতিন পরামর্শ দিয়েছেন যে যেকোনো আলোচনায় এমন ব্যক্তিদের সম্পৃক্ততা প্রয়োজন হবে যারা ইউক্রেনীয় রাষ্ট্রের পক্ষে চুক্তি স্বাক্ষর করার জন্য অনুমোদিত।
রুশ প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক নেতারা ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে মত প্রকাশ করেছেন।