নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নিরাপত্তার কড়াকড়ি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি
নদীয়া, ১৯ জুন: নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। একটানা বৃষ্টির মধ্যেও দুপুর একটা পর্যন্ত ৪৫.২৩ শতাংশ ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো বড় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ৩০৯টি ভোটকেন্দ্রে কুইক রেসপন্স টিম নিরবচ্ছিন্নভাবে টহল দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নিরাপত্তায় সমস্ত ভোটকেন্দ্রে কড়াকড়ি বজায় রাখা হয়েছে। অধিকাংশ বুথে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য।
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করেছে। বিজেপি আশিস ঘোষকে মনোনয়ন দিয়েছে। কংগ্রেস-বাম জোট থেকে কাবিল উদ্দিন শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাঁকে সিপিআই(এম) সমর্থন করেছে।প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বের হতে দেখা গেছে।
একটানা বৃষ্টির কারণে প্রাথমিক ভোটার উপস্থিতি কম ছিল। প্রথম দুই ঘন্টায় মাত্র ১০.৮৩ শতাংশ ভোট পড়েছিল। অনেক ভোটার আবহাওয়ার উন্নতির অপেক্ষায় ঘরে বসেছিলেন। বৃষ্টির কারণে কয়েকটি ভোটকেন্দ্রের যাতায়াত রাস্তার অবস্থা খারাপ হওয়ায় কিছু ভোটার বুথে যেতে অসুবিধার সম্মুখীন হয়েছেন।
প্রথম ঘন্টায় কয়েকটি স্থানে সামান্য অনিয়মের অভিযোগ ওঠে। কংগ্রেস অভিযোগ করেছে যে আনন্তপুর এলাকার ২০৪ নম্বর বুথে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। ২০১ নম্বর বুথে দলের এজেন্টকে হুমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপিও ২১ ও ২৪ নম্বর বুথে তাদের এজেন্টদের হুমকির মুখে পড়ার অভিযোগ তুলেছে।
গত ফেব্রুয়ারি মাসে ৭০ বছর বয়সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যুর পর এই উপনির্বাচনের প্রয়োজন হয়। তিনি ২০১১ সালে প্রথমবার কালীগঞ্জ থেকে নির্বাচিত হন, যা পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম ফ্রন্ট শাসনের অবসান ও মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার সময়কাল চিহ্নিত করে।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২৩ জুন ভোট গণনা হবে। নির্বাচনী কর্মকর্তারা আশাবাদী যে আবহাওয়াগত চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জ কেন্দ্রে প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিস্থিতি দেখা যাচ্ছে, যেখানে প্রধান দলগুলির প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের পূর্বতন আসনের জন্য লড়াই করছেন।