বিদায়ের আগেই বাল্যবিবাহে পুলিশি হানা, গ্রেফতার পাত্র-পাত্রপক্ষ

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ, ১৮ জুন: মুর্শিদাবাদের কান্দি ব্লকের কল্যাণপুর গ্রামে এক নাবালিকার বিয়ে সম্পন্ন হওয়ার পর বিদায়ের ঠিক আগ মুহূর্তে পুলিশি অভিযানে গ্রেফতার হলেন পাত্র ও পাত্রপক্ষের একাধিক সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় কান্দি থানার পুলিশ যে কল্যাণপুর গ্রামে একটি বাল্যবিবাহ সম্পন্ন হতে চলেছে। এই খবরের ভিত্তিতে সিডিপিওকে সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযান চালায় কান্দি পুলিশ প্রশাসন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, নাবালিকা মেয়ের বিবাহ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং তাকে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে পাত্র ও পাত্রপক্ষের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসে।

মন্দিরে হানা দিয়ে গ্রেফতার

কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, “গতকাল রাতে আমরা সিডিপিও মারফত খবর পাই কল্যাণপুরের একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে। আমরা খবর পেয়েই সিডিপিওকে সঙ্গে নিয়ে ওই মন্দিরে হানা দিই এবং ওখানে গিয়ে দেখি বিয়ে হয়ে গিয়েছে। তারপরে আমাদের দেখে পালাতে যায়, তখন আমরা পাত্র ও পাত্রপক্ষের লোকদের গ্রেফতার করি। এরপরে আমরা চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা দায়ের করি।”

আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে স্থানীয় আদালতে তোলা হয়েছে। অন্যদিকে, নাবালিকা মেয়েটিকে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

প্রশাসনের কড়া সতর্কবার্তা

কান্দি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, কেউ কখনও মেয়ের বয়স ১৮ এবং ছেলের বয়স ২১ না হলে বিয়ে দেবেন না বা চেষ্টা করবেন না। যদি বিয়ে দেন তাহলে যারা ওই বিয়েতে উপস্থিত থাকবেন সকলেই এই স্পেশাল অ্যাক্টের আওতায় পড়বেন।

বাল্যবিবাহ রোধে প্রশাসনের এই তৎপরতা এলাকায় ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গ্রামীণ এলাকায় এখনও বাল্যবিবাহের ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *