নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৮ জুন: রাজ্য সরকারের জারি করা নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির ওপর আগামী ৩১শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য।
রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই তালিকার ওপর স্থগিতাদেশের ফলে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাও অসম্ভব হয়ে পড়বে বলে রাজ্যের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪শে জুলাই। তবে তার আগেই সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ তুলে নেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার।
ওবিসি তালিকা নিয়ে রাজ্য সরকার ও হাইকোর্টের মধ্যে এই আইনি লড়াই রাজ্যের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।